www.bmrgallery.com//Practice With Dynamic MCQ. প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান। মুদ্রা থেকে শাসকের রাজত্বকাল, সাম্রাজ্যের বিস্তৃতি, সম্পত্তি, ধর্ম, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদি জানা যায়। লিপিগুলি সাধারণত পাথরের গায়ে,
www.bmrgallery.com
ভারতের ইতিহাস
Share :
প্রাচীন ভারতের ইতিহাসের উৎস
প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান। মুদ্রা থেকে শাসকের রাজত্বকাল, সাম্রাজ্যের বিস্তৃতি, সম্পত্তি, ধর্ম, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদি জানা যায়। লিপিগুলি সাধারণত পাথরের গায়ে, . . .
স্তম্ভের গাত্রে, গুহার ভিতর অথবা তামা বা অন্য কোনো ধাতব পাত্রে লেখা হত। লেখগুলির ভাষা ছিল মূলত সংস্কৃত, পালি, তামিল, প্রাকৃত, তেলেগু, ইত্যাদি। ভারতে সবচেয়ে প্রাচীন লিপি হিসেবে সিন্ধুলিপি পাওয়া গেলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।