www.bmrgallery.com//Practice With Dynamic MCQ. যেহেতু সমগ্র দেশবাসীর পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করে সম্ভম নয়। তাই সংবিধান প্রণয়নের কাজে দেশবাসীর প্রতিনিধি হিসেবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠন করা হয়।
www.bmrgallery.com
ভারতের সংবিধান
Share :
গণপরিষদ এবং সংবিধান রচনা
যেহেতু সমগ্র দেশবাসীর পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করে সম্ভম নয়। তাই সংবিধান প্রণয়নের কাজে দেশবাসীর প্রতিনিধি হিসেবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠন করা হয়। . . .
1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশনের প্ল্যানের ভিত্তিতে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুসারে, 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ড. বি আর আম্বেদকর এবং স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ড. রাজেন্দ্র প্রসাদ। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট আসনসংখ্যা ছিল 389টি। এর মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশের জন্য 292টি আসন এর মধ্যে মুসলিমদের জন্য 78 টি, শিখদের জন্য 4টি এবং সাধারণের জন্য 210টি আসন নির্ধারিত হয়।